মাসুদুর রহমান : জামালপুরে অভিযানে ৬০০ টাপেনটাডল ট্যাবলেট ও নগদ তিন লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার( ২৫ অক্টোবর) রাত ০৮: ৪৫ মিনিটে জামালপুর সদর থানার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের কাঁচাসড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। গ্রেফতারকৃতরা হলেন কালাবহ সুইচ গেট মোড় এলাকার মরহুম শফিকুলের ছেলে মোঃ রাজু (৩০) এবিং কাচাসড়া আকন্দ বাড়ী এলাকার মুরহুম আব্দুল আওয়াল আকন্দের ছেলে অনিক রহমান (২৪) ।
এ বিষয়ে ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান,
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক ও নগদ টাকা সহ ব্যবসায়ীদ্বয়কে আটক করে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। সহযোগী আটক চেষ্টা ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।