ঢাকাMonday , 30 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় উন্মুক্ত লটারির মাধ্যমে এলসিএস কর্মী নির্ধারণ 

admin
June 30, 2025 10:47 am
Link Copied!

মোঃ ফারুক হোসেন, খুলনা, ব্যুরো:-পাইকগাছায় সচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত”পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির” আওতায় উপজেলার ৩টি রাস্তার এলসিএস কর্মীদের চুড়ান্ত তালিকা সম্পন্ন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার(৩০জুন) বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাইকগাছা উপজেলা প্রকৌশলী কার্যলয় কর্তৃক উন্মুক্ত এ লটারির আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। 

উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব এর সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, জাহাঙ্গীর আলম, কমিউনিটি অর্গানাইজার শারমিন সুলতানা, লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, দীলিপ কুমার মন্ডল, পরমানন্দ সানা, সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, উপজেলার লস্কর, সোলাদানা ও কপিলমুনি ইউনিয়ন থেকে মোট ১০০ জন আবেদন করেন। উন্মুক্ত লটারির মাধ্যমে তিন ইউনিয়ন থেকে সৌভাগ্যবান ২০ জন এলসিএস কর্মী নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সঙ্গত কারণে তিন ইউনিয়ন থেকে ১৩ জনকে ওয়েটিং এ রাখা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।