ঢাকাMonday , 30 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় সাজু-শাকিল বাহিনীর তাণ্ডব: নিরাপত্তাহীনতায় প্রবাসী সাবেক সেনা ও ইউপি সদস্যের পরিবার

admin
June 30, 2025 3:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পূর্ব পাঠক শিকড় গ্রামে প্রভাবশালী সাজু-শাকিল বাহিনীর লাগাতার হামলা ও নির্যাতনে মানবেতর জীবন যাপন করছেন সিঙ্গাপুর প্রবাসী সাবেক সেনা সদস্য দুলা মিয়া ও ইউপি সদস্য মাসুদ রানা ওরফে টেক্কার পরিবার।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে একাধিকবার প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে তাদের বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে। বাধা দিতে গেলে নারী ও শিশুসহ অন্তত আটজন মারধরের শিকার হন। এ সকল ঘটনার পর আইনের আশ্রয় নেওয়ায় ক্ষিপ্ত হয়ে সাজু ও শাকিল বাহিনী তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, গত ১০ জুন সকালে সাজেদুল ইসলাম সাজু ও তার ছেলে সেনাবাহিনীর সদস্য শাকিল মিয়ার মিথ্যা তথ্যের ভিত্তিতে সেনা ও পুলিশ সদস্যদের একটি দল অভিযানে নামে। এ সময় যৌথ বাহিনী ইউপি সদস্য মাসুদ রানা ও প্রবাসী দুলা মিয়ার বাড়িতে গিয়ে লাঠিচার্জ করে এবং চারজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে দুলা মিয়ার ছেলে সোয়েব মিয়া ওরফে ছোট বাবুর ওপর প্রায় দুই ঘণ্টা ধরে শারীরিক নির্যাতন চালানো হয় এবং পরে তাকে পীরগাছা থানায় হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী সোয়েব মিয়া জানান, তিনি সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, অভিযানের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং স্থানীয়দের সঙ্গে কোনো কথা না বলেই যৌথ বাহিনী লাঠিচার্জ করে এবং কয়েকজনকে তুলে নিয়ে যায়। তার অভিযোগ, ঘটনাটি পূর্ব পরিকল্পিত ও একতরফাভাবে ঘটানো হয়েছে।

অপরদিকে অভিযুক্ত সাবেক সেনা সদস্য সাজেদুল ইসলাম সাজু দাবি করেন, ইউপি সদস্য মাসুদ রানা ও সোয়েব মিয়া তার পরিবারকে মারধর করলে তিনি সেনা ক্যাম্পে খবর দেন। এরপর সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পাঁচজনকে আটক করেন।

এলাকাবাসীর অভিযোগ, সাজু ও শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে নিরীহ মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছেন। সর্বশেষ ঘটনাগুলোতে প্রবাসী ও ইউপি সদস্য পরিবার ভয়ানক নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।