ঢাকাFriday , 11 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় অগ্নিকান্ডে পুড়লো দিনমজুরের বসতবাড়ি ও গরু-ছাগল

admin
April 11, 2025 2:11 pm
Link Copied!

Spread the love

মোস্তাফিজার রহমান, স্টাফ রিপোর্টার

রংপুরের পীরগাছায় অগ্নিকান্ডে গরুর শেডে আগুন লেগে এক দিনমজুরের আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ৮টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়ন পূর্ব ব্রাহ্মনীকুন্ডা মল্লিকপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই দিনমজুরের নাম আবু বক্কর সিদ্দিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিকের পুত্রবধু সেলিনা বেগম বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার সময় টের পান তাদের গরুর শেডে আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন ও আশেপাশের মানুষ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে গরুর ঘরে পাটকাঠি থাকায় আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়। ফলে আগুন নেভাতে নেভাতেই গরুর শেডে থাকা ২টি গরু, ২টি ছাগল, হাঁস-মুরগি পুড়ে মারা যায়। এ সময় ওই দিনমজুরের গরুর শেডসহ রান্না ঘর, বিভিন্ন মালামার পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।

স্থানীয়দের ধারনা, গরুর ঘরের মশা তাড়ানোর তূষের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। আবার অনেকেই বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়তো আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পীরগাছার স্টেশন অফিসার মো. আল-আমিন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে চলে আসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।