মোঃ ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরে বদরগঞ্জ উপজেলা পূর্ব সূত্রের জের ধরে বসতবাড়িতে ঢুকে এক নারীকে মারপিট অভিযোগ উঠেছে আজম আলী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।এমন অমানবিক ঘটনা ঘটে সোমবার ৩ মার্চ পৌরশহরে মাস্টারপাড়া গ্রামে।মারপিটে আহত ঐ নারীর নাম রিক্তা বেগম। তিনি একই গ্রামের রিপন আলীর স্ত্রী। বর্তমান তিনি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বামী রিপন আলী সাংবাদিককে মুঠোফোন বক্তব্য বলেন,গত ১মাস সাত দিন আগে আজম আলীর মুদিদোকানে বাকি টাকার লেনদেন নিয়ে কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে আমার শ্যালক ফাহিম হোসেন এগিয়ে এলে আজম আলী লাঠি দিয়ে মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়।এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছিলাম।তিনি আরো বলেন থানায় বিচার না পেয়ে আমি মহামান্য আদালতে আজম আলীর নামে মামলা দায়ের করি।এরপর থেকে আজম আলী আরো বেপরোয়া হয়ে ওঠে।ঘটনার দিনে মামলা তুলে নেওয়ার জন্য আমাকে চাপ দিলে আমি এতে রাজি না হওয়ায় আজম আলী হাতে স্টীল রড নিয়ে আমার বাড়িতে এসে স্ত্রীকে মারপিট করে।এছাড়াও আসবাবপত্র ভাংচুর চালিয়ে গ্যাসের সিলিন্ডার বোতল লুট করে নিয়ে যায়।ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না।আমি এঘটনায় উপযুক্ত বিচার চাই।
প্রতিবেশি ইসমাইল হোসেন বলেন,ঘটনাটি সত্যি। আজম হাতে ভারী একটা কিছু নিয়ে রিপন আলীর বাড়ির দিকে ছুটে যেতে দেখেছি। পরে শুনি রিপন আলীর নতুন বাজারে পানের দোকানে হামলা করার জন্য গিয়েছিল আজম।
ঘটনার বিষয়ে জানতে আজম আলীর মাস্টারপাড়ায় বাসায় গেলে তাকে পাওয়া যায়নি।তার মুঠোফোনে একাধিকবার কল দিলে ও কোন সাড়া,মেলেনি।
তবে আজম আলীর স্ত্রী বলেন,রিক্তা বেগম আমার স্বামীকে মোবাইলে বলে আজম তুই বাড়িতে আয়।কোটের কাগজপত্র তুলে নেওয়া নাগবে।তুই কাকে কাকে ডাক দিবে দেয়।তারপর আমার স্বামী রিক্তা বেগম বাসায় যায়।ওরা নিজে নিজে বাড়ির জিনিসপত্র ভাংচুর করে দোষ দিচ্ছে আমাদের।ওরা আমার স্বামীকে ডেকে নিয়ে বুকে আঘাত করে। আমার স্বামী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান মাসে কেউ শান্তি নষ্ট করলে আমরা কঠোর ব্যাবস্হা নিবো।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।