মোঃ জিল্লুর রহমানঃ
“আমরা তো লড়ছি সমতার মন্ত্রে,থামবো না কখনোই শত ষড়যন্ত্রে”
দেশের সর্ববৃহৎ গণসাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচী তার জন্মলগ্ন থেকেই শোষণ-বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সমতাপূর্ণ দেশ গড়ার স্বপ্ন নিয়ে এবং মানুষের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের লক্ষ্যে দেশে ও দেশের বাইরে নিরন্তর কাজ করে চলেছে। উদীচী স্বার্থান্বেষী মহলের সব ষড়যন্ত্র মোকাবিলা করে সমতার মন্ত্রে এ লড়াই অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আগামী ৬, ৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫; ২৩, ২৪, ২৫ মাঘ ১৪৩১; বৃহস্পতি, শুক্র ও শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উদীচীর ২৩ তম জাতীয় সম্মেলন। কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৩টায় উদীচীর ২৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন সত্যেন সেন-এর ঘনিষ্ট সহচর, প্রবীণ কৃষক নেতা লীনা চক্রবর্তী। উদীচীর ২৩তম জাতীয় সম্মেলনে আপনার সবান্ধব উপস্থিতি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে আরো বেগবান করবে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ১৯৬৮ সালে তৎকালীন কবি,সাহিত্যিক ও সাংবাদিক সত্যেন সেন ও রণেষ দাস সহ কয়েকজন সাংস্কৃতিকমনা ব্যক্তিদের হাতে প্রতিষ্ঠিত করা হয় এই সংগঠনটি। পরবর্তীকালে ইদু ভাই, কামাল লোহানী সহ দেশের বড় বড় কবি,সাহিত্যিক ও সাংবাদিক সাংস্কৃতিকমনা ব্যক্তিদের হাতের ছোয়ায় আরো বেগবান ও শক্তিশালী এবং বিশে^র সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে এই সংগঠনটি। বর্তমানে দেশ ও দেশের বাহিরে প্রায় ১৪০ টি জেলা ও শাখা সংসদ রয়েছে বলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একটি সূত্র জানিছে। ২৩তম জাতীয় সম্মেলন সফল করতে সকল জেলা ও শাখা সংসদের সম্মেণ সমাপ্ত করা হয় সফলতার সহিত।
এখন শুধু অপেক্ষা সম্মেলন কেন্দ্রে উপস্থিত হওয়ার। গত ২২ তম সম্মেলন এর মতো বৃহৎ স্থান না বরাদ্দ না পাওয়ায় বিগত দিনের চেয়ে কিছুটা ছোট পরিসরে। উদ্বোধনী অনুষ্ঠান হবে কেন্দ্রীয় শহিদ মিনাওে ফেব্রুয়ারি এর পর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ৭ ফেব্রুয়ারি পুরাতন সংসদ ভেঙ্গে দিয়ে ৮ ফেব্রুয়ারি নতুন সংসদ নির্বাচিত করা হবে এবং নতুন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল পদে নির্বাচিদ সাংসদদের সপদ গ্রহনের মাধমে সম্মেলন সমাপ্ত ঘোষনা করা হবে।