ঢাকাMonday , 30 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় সংরক্ষিত বনভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ, জবরদখল চেষ্টার দায়ে আটক ৫ 

admin
June 30, 2025 10:32 am
Link Copied!

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:সরকারি গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি জবরদখলের অপচেষ্টা করায় পাঁচ দখলবাজকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। শনিবার (২৮ জুন ২০২৫) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী মৌজার সিএস ১১০ নম্বর দাগে চলমান সীমানা প্রাচীর ও গেইট নির্মাণকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো. হারুন উর রশীদ খানের নেতৃত্বে ও হবিরবাড়ী বিট কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খানের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে জবরদখলের কাজে ব্যবহৃত কোদাল, বেলচা, ইট, সিমেন্টসহ নির্মাণ সামগ্রী জব্দ করা হয় এবং পাঁচজনকে আটক করে আদালতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন:১. মো. সুজন মিয়া (৪০), হবিরবাড়ী ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে

২. মো. রহিম ইসলাম (৩০), ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মো. ছামছুল হকের ছেলে

৩. মো. জজ মিয়া (৩৬), জামিরাপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে

৪. মো. বিল্লাল (৪৫), হবিরবাড়ী ইউনিয়নের মৃত হাসমত আলীর ছেলে

৫. মো. রিপন (৪১), ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মৃত আ. মানহাসের ছেলে

অভিযানের সময় আরও ১০-১২ জন দখলদার পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খান বলেন, “২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনভূমিতে বেআইনি নির্মাণের দুঃসাহস করায় আটক করা হয়েছে। কোনো প্রভাবশালী বা মহলকেই ছাড় দেওয়া হবে না।”

ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো. হারুন উর রশীদ খান হুঁশিয়ারি দিয়ে বলেন, “বনভূমি দখলের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।