ঢাকাWednesday , 2 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব একটি পরিবার — পুড়ে ছাই নগদ ৫ লক্ষ টাকা, গবাদি পশু ও মূল্যবান দলিলপত্র

admin
July 2, 2025 3:19 pm
Link Copied!

মোঃ আবু সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী কুড়িগ্রাম:-কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মইদাম গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মোঃ সুরুজ্জামান (৬০) এর বাড়িতে হঠাৎ আগুন লাগলে মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে পুড়ে যায় নগদ ৫ লক্ষ টাকা, একটি গরু ও একটি ছাগল। আরও চারটি গরু আগুনে দগ্ধ হয়েছে। এছাড়াও, বাড়িতে থাকা হাঁস-মুরগি পুড়ে মারা যায়। ঘরের ভিতরে রক্ষিত মূল্যবান দলিলপত্র, সার্টিফিকেটসহ যাবতীয় মালামাল আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার সাথে সাথেই তাঁরা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাঁরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্বাস আলী।

এখনও পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই ঘটনায় পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।