প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৫:২৭ পি.এম
আশুলিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার করলো ছাত্রদল

মোঃ মনির মন্ডল সাভারঃ আশুলিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) আশুলিয়ার জিরাবো এলাকায় জিরাবো জয়গুননেছা জামিয়াতুল উলুম মাদ্রাসায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পিতা মরহুম দেওয়ান ইদ্রিসের কবর জিয়ারত করেন আশুলিয়া থানা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা মাদ্রাসার একটি কক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, সাবেক আহ্বায়ক সদস্য আলহাজ মাদবর, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাশেদ ভূঁইয়া, আশুলিয়া থানা ছাত্রদলের নেতা মোহাম্মাদ মোজাম্মেল হোসেন এবং পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওনসহ আশুলিয়া থানা ছাত্রদলের দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে মাদ্রাসার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন বলেন, আজকে আমরা গণমানুষের নেতা ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ভাইয়ের পিতা মরহুম দেওয়ান ইদ্রিস সাহেবের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছি। পরে আমরা মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করি। দোয়া শেষে আমরা সবাই একত্রে ইফতার করি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025