প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৫, ৫:৪৭ পি.এম
আশুলিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

মোঃ মনির মন্ডল, সাভার
আশুলিয়া থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমিটির উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেষ্টুরেন্টে এই আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামায়াতের আশুলিয়া থানা আমির অধ্যক্ষ মো. বশির আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল হোসাইন মীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।
সাংবাদিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যুন্থানে সাংবাদিকদের ভূমিকার কথা জাতি চিরদিনই শ্রদ্ধাভরে স্মরণ করবে। একই সাথে আগামী দিনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদেরর সততা ও নৈতিকতার সাথে ভূমিকা পালনের জন্য আহবান জানানো হয়। বিশেষ করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে দেশবাসীকে সতর্ক রাখার বিষয়ে সাংবাদিকদের কলমকে শাণিত রাখার অনুরোধ জানান নেতৃৃৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মো. শহিদুল ইসলাম ও রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি মো. হাসান মাহমুদ মাষ্টার। এছাড়া সংগঠনটির সাভার ও আশুলিয়া অঞ্চলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025