প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৬:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ১:৩১ পি.এম
ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে বহুদূর

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
প্রতিটি নারীর সফলতার পিছনে থাকেন তিনি নিজেই। কারণ তার ইচ্ছা শক্তি এবং মনোবল তাকে নিয়ে যেতে পারে বহুদূর। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আজকের নারীরা এগিয়ে যাচ্ছে বহুদূর। তেমনি ভাবে একজন কবি ও সফল নারী উদ্যোক্তা হিসাবে পরিচয় গড়ে তুলেছে কবি হালিমা খাতুন। বেশ কিছু দিন যাবৎ লক্ষ্য করে আসছি যুগধারা ও একুশের বাণীসহ বিভিন্ন প্রকাশ মাধ্যমে বাংলাদেশের একজন শক্তিমান ও জনপ্রিয় কবি-আবৃত্তিকারের প্রবল উপস্থিতি। তাঁর নাম কবি হালিমা খাতুন। তিনি ১৯৮৪ সালের ১আগস্টে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঘাটান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল হাকিম ছিলেন ব্যাংক কর্মকর্তা, মাতার নাম নূরজাহান বেগম। অল্প সময়েই তাঁর সম্পর্কে একটা মোটামুটি পরিষ্কার ধারণা পেয়ে গেছি। কবি-আবৃত্তিকার হিসেবে আত্মপ্রকাশ লেখার বিষয়ে কবিতা, প্রবন্ধ, ছড়াসহ এযাবৎ তাঁর লেখা প্রায় একশতকের অধিক কবিতা প্রকাশিত হয়েছে। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সমূহ একক কবিতার বই ' জাগো তুমি নারী" নূরুল ইসলাম বাদল সম্পাদিত শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক কাগজ "কথা" বাছাইকৃত ১৩ কবির কবিতার মধ্যে "কাব্য সঞ্চয়ে" তাঁর লেখা একটি অসাধারণ সমৃদ্ধ প্রবন্ধ প্রকাশিত ‘বিস্তীর্ণ আকাশ জুড়ে কবি হালিমা খাতুনের লেখা কবিতা পড়ার পর যত দিন যাচ্ছে পাঠক বিস্মিত হচ্ছে। তার লেখা কবিতা ও আবৃত্তিতে বিভিন্ন সংগঠন থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। উল্লেখযোগ্য পুরস্কার সমূহের মধ্যে রয়েছেন, টাঙ্গাইল সাহিত্য সংসদ আয়োজিত কবি জাকিয়া পারভীন প্রদত্ত বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান স্মৃতি পুরুস্কার। আন্তর্জাতিক নারী নির্যাতন কমিটির পক্ষ থেকে বেগম রোকেয়া দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে "জয়িতা অন্বেষণ বাংলাদেশ" কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কবি হালিমা খাতুন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার গ্রহণ করেন। শুধু তাই নয় নারীরা আজ আত্মনির্ভরশীল। আর সেইটা প্রমাণ করার জন্যই একজন সফল উদ্যোক্তা হিসেবে পোশাক শিল্পে বাংলাদেশের অর্থনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। উপজেল মহিলা কল্যান সমিতির মাধ্যমে দুঃস্থ অসহায় মহিলাদের টেইলারী প্রশিক্ষন ও বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তুলেন। তিনি বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরে সেতু সাংস্কৃতিক শিল্পকল্যাণ সমিতির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এতে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। সৃজনশীলতায় ও মননশীলতায় অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি লেখক আবৃত্তিকার হিসেবে একাধিক পুরস্কার পেয়েছেন। সম্প্রতি কিছুদিন আগে রাজধানী কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি ভবনে আন্তর্জাতিক শিল্প-সাহিত্য-সংস্কৃতির মননশীল প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মোঃ জয়নুল আবেদীনের হাত থেকে একজন নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য "গ্লোবাল স্টার কমিউনিকেশন অ্যাওয়ার্ড ২০২৪" পদক জিতে নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025