প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৯:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৬:৫৭ এ.এম
ঈদের আনন্দ বিষাদে পরিনত, কাউনিয়ায় নদীতে গোসলে নেমে স্কুল ছাত্রদের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় ঈদের আনন্দ করতে এসে তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ঢুবে বায়োজিদ হোসেন জিম (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে তিস্তা রেল সেতু এলাকায়।
সরেজমিনে গিয়ে জানাগেছে রংপুর মহানগরের আলমনগর এলাকার বায়োজিদ হোসেন জিম সহ ৪বন্ধু ঈদের আনন্দ করতে তিস্তা রেল ও সড়ক সেতু পাড়ে আসে। সেখানে ৪বন্ধু মিলে তিস্তা নদীতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তিন বন্ধু পাড়ে উঠলেও জিম পানিতে তলিয়ে যায়। জিম পানি থেকে উফছে না দেখে তার বন্ধু চিৎকার শুরু করলে লোকজন ও স্থানীয় মাঝিরা এসে তাকে খুজতে থাকে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে জিমের লাশ উদ্ধার করে। এসময় কাউনিয়া থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতায় সহায়তা করে। বায়োজিদ হোসেন জিম রংপুরের আলমনগর মুসলিমপাড়া রেল কলোনি এলাকার বাসিন্দা মোঃ জাবেদ আলীর পুত্র বলে জানাগেছে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছুল হক সরকার জানান, নিখোঁজের সংবাদ পাওয়ার পরপরই ঘটনা স্থলে এসে ডুবুরি দল উদ্ধার কাজে শুরু করে এবং সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ জীমের লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে স্কুল ছাত্র জিমের লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে জীমের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে। মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ বিষাদে পরিনত হয় জিমের পরিবারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025