স্টাফ রিপোর্টার
ঈদের ছুটি মানেই আত্মীয়- স্বজনের বাড়িতে বেড়ানো আর আনন্দ উল্লাস। কিন্তু এর ব্যতিক্রম পীরগাছা উপজেলার পরিবার-পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। টানা ঈদের ৯ দিন ছুটি পেলেও স্বাস্থ্য সেবা চালু রেখেছেন এ বিভাগের লোকজন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে সেবা কার্যক্রম। ছুটির দিনেও কমতি ছিল না রোগীদের ভীর। গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববতী এবং প্রসব পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু ও কিশোর-কিশোরীদের চিকিৎসা, সাধারণ রোগীদের চিকিৎসা এবং বিভিন্ন পরামর্শমূলক সেবা দিয়ে গেছেন স্বাস্থ্যকর্মী।
পীরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশে সারা দেশে সরকারি- বেসরকারি, এনজিও সহ সব ধরনের অফিস আদালতে ছুটি ঘোষণা করা হলেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলসভাবে মানবসেবা চালিয়ে যাচ্ছেন। উপজেলার ৬৫ জন স্বাস্থ্যকর্মী উপ-স্বাস্থ্য ক্লিনিক, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং মাঠ পর্যায়ে কাজ করছেন। পর্যাপ্ত পরিমাণ ঔষধ না থাকলে চলমান রয়েছে অন্যান্যে সেবা ও পরামর্শ কার্যক্রম। ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে ভীষণ খুশি এ উপজেলার সাধারণ মানুষ।
সেবা নিতে আসা জয়নব বেওয়া, ছকিনা বেগম বলেন, ঈদোত সবাই ছুটি খায়, আর স্বাস্থ্যকর্মীরা মানুষোক সেবা দিয়া আসছে। এটা খুব ভালো। ওমরা না থাকলে গরীব মানুষ কোটে যাইবে। ওসুধ না থাকলেও তো পরামর্শ পাওয়া যায়।
সেবা নিতে আসা আরেক কিশোরী জেসমিন আক্তার বলেন, হঠাৎ পেটে ব্যাথাসহ কিছু সমস্যা দেখা দেয়। এই স্বাস্থ্য কেন্দ্রে এসে চিকিৎসা নেই। ঈদের ছুটিতেও তারা যে সেবা দিচ্ছে তা সত্যি প্রশংসার দাবিদার।
ছাওলা ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ নাহিদ সুলতানা আখি বলেন, সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। চাকরি জীবনে কর্তব্যকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।”
জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.হৈমন্তী সরকার বলেন, আমাদের চাকুরীটাই মানুষের সেবা করা। সেটা হোক, ঈদ বা অন্য কোন দিন। আমরা এই ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ে মা ও শিশুদের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করেছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।