দিনাজপুর প্রতিনিধি :
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ১০টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লতিফুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি ৩ জন প্রার্থী হলেন-মোঃ সাহাবুদ্দীন খোকন, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থী হলেন-মোঃ মোকসেদ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, শংকর কুমার রায়।
সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন-মোঃ নয়ন, মোঃ জাকির হোসেন, মোঃ মাসুদ রানা, অর্থ সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মোঃ আব্দুস সাত্তার, মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মােঃ লাবু, মোঃ সুমন, প্রচার সম্পাদক পদে দুইজন প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সোহাগ হোসেন।
আর কার্যকরী সদস্য পদে ৩ জন প্রার্থী হলেন-মোছাঃ মর্জিনা খাতুন, মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ জাহিদুল ইসলাম।
এই নির্বাচনে সর্বমোট ৩ হাজার ৮৮৫ জন শ্রমিক ভোটারের মধ্যে
৩৪৪০ জন ভোটার ভোট প্রদান করেছেন।
ভোটগ্রহণ শেষে গণনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানান দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুল মজিদ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক