প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:০৭ এ.এম
এই সরকার বিদায়ের আগেই ফ্যাসিস্টদের বিচার করা হবে- সাভারে উপদেষ্টা ফরিদা আখতার

সাভার প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, "এই সরকার বিদায় নেওয়ার আগেই ফ্যাসিস্টদের বিচার করা হবে।
বুধবার (২ এপ্রিল) রাতে সাভারে ‘জুলাই-আগস্ট আন্দোলনে’ নিহত শহীদ শ্রাবণ গাজীর পরিবারের সঙ্গে ঈদ-পরবর্তী সাক্ষাৎকালে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটি কিন্তু শহীদের রক্তের বিনিময়ে। এবারের ঈদ নতুন বাংলাদেশের প্রথম ঈদ। তাই যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট-মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছি, ঈদে শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেব ও তাদের পাশে দাঁড়াব। সেই লক্ষ্যে আজ শহীদ শ্রাবণ গাজীর পরিবারের কাছে এসেছি।"
শহীদ শ্রাবণ গাজীর বাবা-মা বলেন, "আমরা আমাদের সন্তানের হত্যার ন্যায়বিচার চাই। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেটিও নিশ্চিত করতে হবে।
এর আগে, আশুলিয়ার ইসলামনগরে শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবার ও সাভার পৌর এলাকার শহীদ নিশানের পরিবারের সঙ্গেও দেখা করেন উপদেষ্টা ফরিদা আখতার।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার, সাভার ডেইরি ফার্মের পরিচালক ডা. মো. মনিরুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025