প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৫:২৯ পি.এম
এক বছর আগে মারা যাওয়া অধ্যাপককে পীরগাছা সরকারী কলেজে পদায়ন

তাজরুল ইসলাম
এক বছর আগে মারা যাওয়া অধ্যাপক আব্দুল মুত্তালিবকে রংপুরের পীরগাছা সরকারী কলেজে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাকে পদায়ন করে। বিষয়টি জানাজানি হলে সচেতন মহলে ব্যবাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এক বছর আগে মারা যাওয়া ব্যক্তির নাম কিভাবে পদায়নের তালিকায় আসলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এমন খামখেয়ালীপনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। পদায়নের ক্ষেত্রে অধ্যাপক আব্দুল মুত্তালিবকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওসডি ও পীরগাছা সরকারি কলেজে সংযুক্ত অধ্যক্ষ হিসেবে দেখানো হয়েছে। অধ্যাপক আব্দুল মুত্তালিব রাজশাহী জেলার নবাবগঞ্জের বাসিন্দা। তবে তিনি রাজশাহী শহরের হেলেনাবাদ এলাকায় বসবাস করতেন। তিনি মারা যাওয়ার পর সেখানে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার (৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারী কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী ও পদায়ন করা হয়। ওই তালিকায় ২৭ নম্বরে অধ্যাপক আব্দুল মুত্তালিবের নাম রয়েছে। তিনি রংপুর কারমাইকেল কলেজে ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছিলেন। অথচ প্রায় দেড় বছর আগে অধ্যাপক আব্দুল মুত্তালিব রাজশাহীর বানেশ্বর সরকারী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। এরপর তিনি ২০২৩ সালের ১৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরোটা খেয়ে অসুস্থ্য হয়ে মারা যান। অপর দিকে ১৪ ক্রমিক তালিকায় পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আশাদুল ইসলামকে গাইবান্ধা সরকারি কলেজ থেকে ফুলছড়ি ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। অথচ তিনি ২০২৩ সাল থেকে পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
জানতে চাইলে পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ এস এম আশাদুল ইসলাম বলেন, আমাদের তথ্য আপডেট না থাকায় এমনটি হয়েছে বলে আমি মনে করি। সরকার স্বচ্ছতার কারণে আমাদের না জানিয়েই পদায়ন করছেন। ভুলের বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তারা ব্যবস্থা নেবেন।
পীরগাছা সরকারী কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু বলেন, ২০২৩ সালের নভেম্বর মাসে এসএম আসাদুল ইসলামকে পীরগাছা সরকারী কলেজে এবং আব্দুল মুত্তালিবকে বানেশ্বর সরকারী কলেজে পদায়ন করা হয়। সেখানে কর্মরত অবস্থায় এক বছর আগে আব্দুল মুত্তালিব স্যার মারা গেছেন। এখন কিভাবে এই পদায়ন হলো আমরা বলতে পারছি না।
বানেশ্বর সরকারী কলেজের উপাধ্যক্ষ খোরশেদ আলম বলেন, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর অনুষ্ঠান শেষে অধ্যক্ষ আব্দুল মুত্তালিব স্যার অফিস সহকারীকে সকলকে নাস্তা দিতে বলেছিলেন। নাস্তায় একটি পরোটা খাওয়ার পর তিনি অসুস্থ্য হয়ে চেয়ারে ঢলে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের প্রধান হাবিবুর রহমান বলেন, মুত্তালিব স্যার এক বছর তিন মাস আগে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর এতদিন পর মৃত মানুষকে পীরগাছা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছেন বলে শুনেছি। পদায়নের দায়িত্বে যারা ছিলেন তারা হয়তো বিষয়টি খেয়াল করেন নাই।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মোঃ আমির আলী বলেন, অধ্যাপক আব্দুল মুত্তালিবকে পীরগাছা সরকারী কলেজে পদায়ন করা হয়েছে। তিনি ওই কলেজে অধ্যক্ষ হিসেবে বদলীর জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবেদন করেছিলেন। এসব পদায়নে আমাদের কোন হাত নেই।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025