নিজাম, লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করার কথা ছিল। ফরম ফিলাপ সহ পরীক্ষার সব কাজ সম্পন্ন করে। তবে তার সহপাঠীরা পরীক্ষায় অংশগ্রহণ করল ও নিরব আর পরীক্ষার টেবিলে বসা হয়নি। কে জানতো ঢাকা মেডিকেলের বিছানা শুয়ে কাতরাতে হবে। ব্রেন্ট স্ট্রোক এর কারনে নীরব এখন ঢাকা মেডিকেলে মেডিসিন বিভাগে ১০৭ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিরবের বাবা রিপন চন্দ্রশীল লালমোন ৮ নং ওয়ার্ডে থাকেন। নিজের লালমোহন বাজারে একটা সেলুন চুক্তিভিত্তিক কাজ করেন। এতে প্রতিদিন যাহা রোজগার হয় তা দিয়ে মোটামুটি সংসারটা চলে । দুই সন্তানের মধ্যে বড় নীরব। সন্তানের আশা উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার । তাই লালমোহন কলেজিয়েট মাতিং বিদ্যালয় ভর্তি করা হয়। বাবা রিপন শীল জানান রমজান মাসের প্রথম দিকে নিরবের মাথাব্যথা জ্বর হয়। একই সাথে বমি হয়। তারপরে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরীক্ষার প্রজেক্ট ডাক্তার ঔষধ লিখে দেয় এতে মোটামুটি কয়েক দিন ভালো ছিল তারপরে আবার দেখা দেয়। ১৯ই মার্চ ঢাকা মেডিকেল মেডিসিন বিভাগে ভর্তি করেন। পরীক্ষার নিরীক্ষা করে ডাক্তার বলেন তার বেড স্টক হয়েছে রিপন শীল ছেলের কাছে থাকা রুজি রোজগার করতে পারছে না এদিকে ছেলে ঢাকা মেডিকেলে। চিকিৎসার জন্য তার সহপাঠী এগিয়ে আসেন এবং লালমোহন বাজার অনেক ব্যবসায়ী এগিয়ে এসেছে
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক