কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপি একযোগে ৫৪টি ওয়ার্ডে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন করেছে। রোববার (১৬ মার্চ) উপজেলার ৬ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে পৃথকভাবে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
জেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,সিনিয়র যুগ্ন সম্পাদক মাহবুব আলম, যুগ্ন সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম,সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোয়েল সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সরেজমিনে এবং সচিত্র প্রতিবেদনের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিল পর্যবেক্ষণ করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের যে ডাক সে ডাকের প্রতীক হিসেবে সেটাকে কাজে লাগিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপিকে ঢেলে সাজানোর প্রথমপর্বে উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে একসঙ্গে দোয়া ও ইফতার মাহফিলের উদ্যোগ নেওয়া হয়। স্ব স্ব ওয়ার্ডে পৃথকভাবে দোয়া ও ইফতার মাহফিল হওয়ায় একসাথে প্রায় ৩০ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।