ঢাকাSaturday , 22 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় দুর্নীতির আতুর ঘর বি আর ডি পি, অর্থ আত্মসাতের ঘটনায় অভিযোগ দায়ের 

admin
March 22, 2025 1:21 pm
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, পরিদর্শক ও ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ ওঠেছে। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি ভূক্ত) প্রাথমিক সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারগণের বিভাগীয় বিভিন্ন দপ্তর বরাবরে লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, ১৯৮৩ সাল থেকে বিভিন্ন গ্রামের মানুষদের নিয়ে কৃষক সমবায় সমিতি গঠন করে সদস্যদের শেয়ার ও সঞ্চয়ের টাকা কেন্দ্রীয় সমবায় সমিতিতে প্রদান করে আসলেও অধ্যাবধি সমিতির সদস্যদের মাঝে শেয়ারের উপর কোন লভ্যাংশ বিতরণ করা হয়নি। সরকারের দেয়া প্রনোদনার ২০ লাখ টাকার সঠিক কোন হিসেব নাই। এছারও বিভিন্ন সময় খরচ দেখিয়ে ভূয়া ভাউচারের মাধ্যমে উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, পরিদর্শক ও সাবেক ব্যবস্থাপনা কমিটির যোগসাজসে টাকা আত্মসাৎ করে চলেছেন। অভিযোগকারীরা জানান ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নবায়ন ফি ৪৫০ টাকা হলেও দেখান হয়েছে ৩২০০টাকা। সারের লাইসেন্স নবায়ন ফি (তারাকান্দি) ১৮৭৫ ‘টাকা হলেও তারা ৫৪৫০ টাকা দেখিয়ছেন। এছাড়া বিএফএ নবায়ন ফি ৩৫০০ টাকা হলেও তারা দেখিয়েছেন ৭৫০০ টাকা। কোন সদস্যকে আপ্যায়ন না করেও ২৭৯৭০ টাকা খরচ দেখিয়েছন। সমিতির প্রয়োজনে সভাপতি কোন স্থানে ভ্রমণ না করেও ১৭০০০হাজার টাকা ব্যায় দিখিয়েছেন। এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলায় ঠুনকো অজুহাতে সমিতির ভোটে অংশ গ্রহনকারী একজন সভাপতি প্রার্থীর প্রার্থিতা বাতিলে সহযোগিতা সহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ ওঠেছে তাদের বিরুদ্ধে। উপজেলায় ৫৯টি প্রাথমিক সমবায় সমিতি থাকলেও অধিকাংশ সমিতির উপ আইন নেই। ৩০টি প্রাথমিক সমবায় সমিতির সদস্যগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, পরিদর্শক সহ সাবেক ব্যবস্থাপনা কমিটির নানা অনিয়ম দূর্নীতি ও অর্থ আত্মসাতের তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ ও ন্যায় প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন। বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ম্যানেজারগণ আরও অভিযোগ করেন, বর্তমানে কাউনিয়ার ৫৯টি সমবায় সমিতির অধিকাংশ সমিতির কোনো উপ-আইন নেই এবং সদস্যদের ঠিকানা যাচাই করলে দেখা যাবে যে, প্রায় প্রতিটি সমিতির সদস্য পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। ফলে তারা দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজ কর্তৃপক্ষের কাছে জিম্মি হয়ে রয়েছেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান জানান, অভিযোগ গুলো সঠিক নয়, উপজেলা নির্বাহী অফিসার স্যারকে আমরা অভিযোগের বিরুদ্ধে সঠিক তথ্যগুলো দিব। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। রংপুর সমবায় বিভাগীয় যুগ্ম নিবন্ধক জানান, অভিযোগ য়েয়েছি ২৪ মার্চ ২০২৫ তদন্তের দিন ধার্য করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।