মোকছেদ আলী, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
“যুক্তির শক্তিতে মেলুক মুক্তির পাখা”—এই স্লোগানে রংপুরের কাউনিয়ায় অনুষ্ঠিত হয়েছে। আন্তঃকলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর সেমিফাইনাল পর্ব। গত ১০ মে (শনিবার) বিকাল ৩টায় স্থানীয় ‘আলোর দিশারী পাঠাগার’ এর আয়োজনে এবং সিওএস টেকনোলজিস, ঢাকা; এলাইড ব্লক কোম্পানি, কাউনিয়া; এমএস কর্পোরেশন, ঢাকা ও ম্যাটেওরস ডট কম-এর সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুইটি সেমিফাইনাল সেশনে অংশ নেয় মোট চারটি কলেজ। বিতর্ক-১: প্রস্তাবনা: “এ সংসদ মনে করে যে, পিতামাতার সাথে মানসিক দূরত্বই শিশু-কিশোরদের বিপথগামী করছে।প্রস্তাবকারী: কাউনিয়া মহিলা কলেজ (সরকারি) বিরোধী: হারাগাছ সরকারি কলেজ, বিতর্ক-২: প্রস্তাবনা: “এ সংসদ মনে করে যে, অর্থনৈতিক অস্বচ্ছলতা নয়, মানবিক মূল্যবোধের অবক্ষয়ই আমাদের উন্নতির প্রধান অন্তরায়।প্রস্তাবকারী: বড়ুয়াহাট বিএম কলেজ (সরকারি)
বিরোধী: কাউনিয়া কলেজ,দুই সেশনের শেষে সেমিফাইনাল বিজয়ী হিসেবে নির্বাচিত হয় হারাগাছ সরকারি কলেজ ও কাউনিয়া কলেজ।বিচারকের দায়িত্ব পালন করেন—মো. তারিকুল ইসলাম, রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর,ড. মো. আবু সায়েম, উপ-পরিচালক, হর্টিকালচার সেন্টার, বুড়িরহাট, রংপুর,মো. আহসান হাবীব, প্রাক্তন সহকারী অধ্যাপক, মীরবাগ কলেজ ও বেতার উপস্থাপক,নিয়াজ খালিদ, সহ-সাংগঠনিক সম্পাদক, এনডিএফ-বিডি,স্পিকারের দায়িত্ব পালন করেন সরকার শামীম আল-মামুন সবুজ, প্রভাষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন,হুমায়ন কবির তারা, সহকারী অধ্যাপক, কাউনিয়া মহিলা কলেজ ও সাধারণ সম্পাদক, আলোর দিশারী পাঠাগার,আলতাফ হোসেন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ও সাংগঠনিক সম্পাদক, আলোর দিশারী পাঠাগার,আহসান হাবীব তুহিন, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক, আলোর দিশারী পাঠাগার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তি, বিশ্লেষণ ও সাবলীল উপস্থাপনায় দর্শক ও বিচারকদের মুগ্ধ করে। আয়োজক সংগঠন জানায়, তরুণ সমাজকে যুক্তিনির্ভর, চিন্তাশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ঈদ-উল-আযহার পরদিন বিকাল ৪টায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক