প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ২:৩৭ পি.এম
কাউনিয়ায় তদারকির অভাবে লাখ লাখ টাকার সরকারী সম্পদ নষ্ট: রাজস্ব হারাচ্ছে সরকার

মোকছেদ আলী, কাউনিয়ায় (রংপুর) প্রতিনিধি
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে রংপুরের কাউনিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, ঘাট, সরকারী অফিসের সামনের লাখ লাখ টাকা মূল্যের সরকারী সম্পদ গাছ নষ্ট হয়ে যাচ্ছে। ঝড়ে পড়ে যাওয়া ও মরে যাওয়া গাছ গুলো নিলামে বিক্রির ব্যাবস্থা করলে সরকার বিপুল অংকের রাজস্ব আয় হতো। দুর্বৃত্তরা রাতের আঁধারে অনেক গাছ নিয়ে গেছে।
সরেজমিনে উপজেলা ক্যাম্পাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল ইউনিয়ন পরিষদ, থানা ঘুরে দেখা গেছে বছরের পর বছর ধরে ঝড়ে পড়ে যাওয়া ও মরে যাওয়া গাছ গুলো নিলামে বিক্রির ব্যবস্থা না করায় সেগুলো মাটিতেই নষ্ট হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করায় অনেকেই মন্তব্য করে বলেছেন সরকারি মাল দরিয়ামে ঢাল। ঝড়ে পড়ে আছে সরকারি গাছ গুলো অপসারণের নেই কোন উদ্যোগ। কাউনিয়া উপজেলা পরিষদের পুকুর পাড়ে গত বছর বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে একটি মূল্যবান জামগাছ পড়ে যায়, প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত গাছটি অপসরানোর কোন উদ্যোগ নেওয়া হয়নি। এ রকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও রাস্তার ধারে, অফিসের সামনে শতশত গাছ নষ্ট হয়ে যাচ্ছে। কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি রাতে আঁধারে সুযোগ বুঝে কিছু কিছু কাটা গাছের টুকরো নিয়ে যাচ্ছে। তার বড় উদাহারন কাউনিয়া মেডিকেল। মেডিকেলে ঝড়ে পাড়া অর্ধেক গাছও এখন নেই। বালাপাড়া ইউনিয়ন পরিষদে রাখা গাছ গুলোও কর্তৃপক্ষের সমাধানের অভাবে নষ্ট হচ্ছে। এসব কি দেখার কেউ নেই? স্থানীয়রা বলছেন, কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি রাতে আঁধারে সুযোগ বুঝে কিছু কিছু কাটা গাছের টুকরো নিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ গাছগুলো সংরক্ষন বা নিলামের ব্যাবস্থা না করায় ধীরে ধীরে গাছ গুলো নষ্ট ও পাচার হয়ে যাচ্ছে। কমতে কমতে এখন ২-৪টি গাছের ডুমে দাড়িয়েছে। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। শিক্ষা প্রতিষ্টান প্রধানগণ জানান শিক্ষা কর্মকর্তাকে জানান হয়েছে, উনারা ব্যবস্থা নিবেন। ইউপি চেয়ারম্যানগন জানান, বেশিরভাগ রাস্তার গাছগুলো জেলা পরিষদের তাই নিলাম দেয়া তাদের একতিয়ারে নেই। উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, বিষয়টি জানলাম, নির্বাহী অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে। এভাবে সরকারের সম্পদ নষ্ট হলেও যেন কারও কিছু করার নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন, উপজেলার বিভিন্ন স্থানের ভেঙ্গে পড়া গাছগুলোর তালিকা করার জন্য বনবিভাগকে বলাহয়েছে, তারা তালিকাও দাম নির্ধারন করে দিলেই গাছগুলো টেন্ডারের ব্যবস্থা করা হবে। সরকারের সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন বলে বিজ্ঞ মহল করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025