কাউনিয়া( রংপুর) প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান গ্রেপ্তারের পর প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পেলেন ইউপি সদস্য ফারুক হোসেন।
বুধবার (১৪ মে) উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদের হল মিলনায়তনে এক আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে তিনি এই দ্বায়িত্ব গ্রহণ করেন।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন ফারুক হোসেন ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কিছু দিন আগে রাষ্ট্রীয় বিরোধী চক্রান্তের অভিযোগে ১৫১ ধারায় গ্রেফতার হন,
পরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক ও চলমান রাখতে ইউপি সদস্য ফারুক হোসেন কে প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব দেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবা করব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইউনিয়নের কল্যাণে কাজ করার জন্য সবার সহযোগিতা চাইলেন তিনি ।
দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সিনিয়র সহ সভাপতি, সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী বিএসসি, সহ সভাপতি আব্দুল হামিদ , সাধারণ সম্পাদক আমজাদ হোসেন , সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রাজু আহম্মেদ সহ শহীদবাগ ইউনিয়ন পরিষদের সচিব সহ অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক