প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ৫:২১ পি.এম
গফরগাঁওয়ে আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
গফরগাঁওয়ে আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে অর্থ আত্মসাত, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে এবং এসব অনিয়মকে বৈধতা দিতে গোপনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (২২ মার্চ ২০২৫) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে উস্থি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানবন্ধনে বক্তারা বলেন, নুরে আলম সিদ্দিকী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাৎ, শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি, নিয়মবহির্ভূত প্রশাসনিক কর্মকাণ্ড ও দুর্নীতি করে আসছেন। এসব অনিয়মের প্রতিবাদ করলেই স্থানীয়দের হুমকি-ধমকির মুখে পড়তে হচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, এসব দুর্নীতির বৈধতা দিতে নুরে আলম সিদ্দিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে গোপনে ম্যানেজিং কমিটি গঠন করেছেন, যাতে এলাকাবাসীর মতামত উপেক্ষিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকীর অপসারণ, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও স্বচ্ছ রাখার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025