প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৬:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:১২ পি.এম
গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চা ষ্টলে ঢ়ুকে পড়লে সাত্তার মাঝি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে চালক দুগাছিয়া গ্রামের বাদল মিয়ার ছেলে রিফাত (২০) গুরুতর আহত হন। গত শুক্রবার ০৪ এপ্রিল ২৫ রাত ১২টার দিকে উপজেলার গফরগাঁও - হোসেনপুর আঞ্চলিক সড়কের পাঁচপাইর বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাত্তার মাঝি উপজেলার গফরগাঁও ইউনিয়নের গফরগাঁও গ্রামের নদীর পাড় নিবাসী মৃত সুরুজ আলীর পুত্র। সে চার সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিলেন। মোটরসাইকেলটি গফরগাঁও থেকে ফিরছিলেন। এসময় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি পাঁচপাইর বাজার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে সামাদের চা ষ্টলে ঢ়ুকে পড়ে এবং বেঞ্চে বসে থাকায় সাত্তার মাঝি শরীরে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়েন। এতে সাত্তার মাঝি গুরুত্বর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত অনুমান সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাত্তার মাঝি মারা যায়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দূর্ঘটনায় একজন নিহত ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025