আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে আমেনা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল ২৫) সকালে সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আমেনা আক্তার মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত আমেনা আক্তার উপজেলার রৌহা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। প্রায় ২০ বছর আগে তার বিয়ে হয় ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের শাহজাহান মিয়ার সঙ্গে। এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের বড় ভাই মোঃ মোস্তফা জানান, আমেনা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে এক মাস আগে তাকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার ভোরে ঘরে তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশে একটি পেয়ারা গাছে গলায় উড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক