প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৫:৪৯ পি.এম
গফরগাঁওয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে বাঁচাতে গিয়ে রতন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৬ এপ্রিল ২৫) দুপুরে উপজেলার দীঘা পুলিয়াদি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া ওই গ্রামের সোরহাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পর রতন মিয়ার মেয়ে রিক্তা আক্তার, যিনি চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন, বাড়ির পানির পাম্প চালু করতে যান। দীর্ঘদিনের পুরোনো বিদ্যুতের তার থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে পাশের টিনের বেড়ায়। এতে রিক্তা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তার চিৎকারে মা দৌড়ে এসে সাহায্যের চেষ্টা করেন।
এ সময় মেয়েকে বাঁচাতে ছুটে আসেন রতন মিয়া। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক রতন মিয়াকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025