প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৫:১৩ পি.এম
গাইবান্ধার সাবেক সারওয়ার দিনাজপুরে গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকার দীবা গার্ডেন নামে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহ সারওয়ার কবির গাইবান্ধা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের দৌহিত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে দিনাজপুর শহরের ইদগাহবস্তি এলাকায় ভগিনীপতি আলতাফ হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন শাহ সারওয়ার কবির। আলতাফ হোসেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ছিলেন। রাত সোয়া ৯টায় সেই বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শাহ সারওয়ার কবিরের অবস্থান জানতে পারি। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি গাইবান্ধার দুটি মামলার আসামি। আপাতত কোতোয়ালি থানা হেফাজতে থাকবেন। পরে গাইবান্ধা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025