প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৫:১৩ পি.এম
চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানা সন্ত্রাসীদের হামলা ১৫ জন আহত

চরফ্যাশন প্রতিনিধি
ভোলা চরফ্যাশন উপজেলা শশীভূষণ থানা ভাসান চর এলাকায় সন্ত্রাসীদের হামলায় ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে মোহাম্মদ পায়েল মোহাম্মদ রিয়াদ মোঃ ফিরোজ ওহিদ মাস্টার আরও অনেকেই। আহতদেরকে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুত্ব । জানা যায় মোহাম্মদ আব্দুল জলিল বেপারী দুই বছর আগে আলমগীরের কাছ থেকে জমি ক্রয় করেন। এবং একটি স্ট্যাম্প করা হয় আলমগীর আব্দুল জলিল বেপারী কাছে জমি বিক্রি করে দলিল দেয়নি বৃহস্পতিবার সকাল ১১ টা দিকে দলিল দেওয়ার কথা ছিল আলমগীর। অথর দলিল না দিয়ে ৪০-/ ৫০ জন সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আব্দুল জলিল বেপারীর ছেলের উপর হামলা করে এতে ১৫ জন আহত হয়
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025