দিনাজপুর প্রতিনিধি
কর্মস্থল ঢাকা থেকে নিজবাড়ী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যাওয়ার পথে আন্তঃনগর একতা এক্সপ্রেস নামে চলন্ত ট্রেনে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিনা বেগম (২৫) নামের এক প্রসুতি।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকা-দিনাজপুর রুটের ফুলবাড়ী পার্বতীপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনে শিশুটির জন্ম হয়।
রিনা বেগম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বড়বাড়ী গ্রামের সেলিম আহম্মেদের স্ত্রী এবং তারা স্বামী-স্ত্রী দুজনেই ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।
একতা ট্রেনের কন্ডাক্টর গার্ড তারেক মাহবুব জানান, মাতৃত্বকালীন ছুটি নিয়ে শুক্রবার সকালে কমলাপুর রেল ষ্টেশন হতে ননদকে সঙ্গে নিয়ে একতা ট্রেনের ‘ঠ’ বগিতে করে ঢাকা থেকে ঠাকুরগাঁও পীরগঞ্জ স্টেশনের উদ্দেশে রওনা হন রিনা বেগম। ট্রেনটি ফুলবাড়ী স্টেশন অতিক্রম করে পার্বতীপুর স্টেশনে প্রবেশের আগেই ওই নারীর প্রসব ব্যথা শুরু হয়। এ সময় ওই বগিতে থাকা পুরুষ যাত্রীরা বের হয়ে যান। সেখানে নারী যাত্রীদের সহযোগিতায় একটি মেয়ে সন্তানের জন্ম দেন রিনা।
শিশুটি জন্ম নেওয়ার পর আমরা পার্বতীপুর স্টেশনে পৌঁছে আমরা তাকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দিতে চাইলে প্রসূতি মা রাজি হননি। পরে দিনাজপুর স্টেশনের সুপার এ বি এম জিয়াউর রহমান স্যারকে খবর দিই।
দিনাজপুর স্টেশনের সুপার এ বি এম জিয়াউর রহমান বলেন, আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত অ্যাম্বুল্যান্স নিয়ে স্টেশনে আসে। সেই অ্যাম্বুল্যান্সে করে প্রসূতি মা ও নবজাতককে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক নাজমুল হোসেন বলেন, হাসপাতালে প্রসুতি এবং নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়ার কারণে তাকে নীবিড় পর্ববেক্ষণে রাখা হয়েছে।
বিরল সীমান্তে ৯বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ
দিনাজপুর প্রতিনিধি ॥ অবৈধ ভাবে ভারতে অবস্থান করায় দিনাজপুরের বিরল উপজেলার কিশোরগঞ্জ সীমান্তে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার সকালে সীমান্ত পাড়ী দিয়ে বাংলাদেশে ফেরত আসার সময় বিএসএফ তাদের আটক করে। পরে বিকেলে কিশোরগঞ্জ ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ও ভারতীয় ক্যাম্প কমান্ডার ধর্মাঞ্জয় রায়ের নেতৃত্বে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মেধ্য পতাকা বৈঠক শেষে তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেন বিএসএফ।
আটককৃতরা হলেন জেলার বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামের খোকা মোহাম্মদের ছেলে মতিউর রহমান (৪৫) একই এলাকার মানিকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৮), রতনপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ সামিউল ইসলাম (৩৫), ওকড়া গ্রামের মোঃ মনছুর আলীর ছেলে মোঃ নুরজামাল (৪০), বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ রমজান আলী (২৩) একই এলাকার মোবারকপুর গ্রামের মোঃ মাজেদুর রহমানের ছেলে মোঃ আরমান আলী (২৫) ও মোঃ কাজল ইসলাম (২০), গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ নাঈম হোসেন (২৩) এবং মোঃ সাহাজুল ইসলামের ছেলে মোঃ রিপন ইসলাম (২৭)।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, আটক ৯ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে ভারতে কাজের জন্য যান। কাজ শেষে বাংলাদেশে ফেরত আসার সময় শুক্রবার সকালে বিএসএফের হাতে আটক হন। পরে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটকদের বিজিবি নিকট হস্তান্তর করে। আটক ব্যক্তিদের রাতেই কিশোরগঞ্জ সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম বিরল থানায় হস্তান্তর করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আটকদের শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল–হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক