ঢাকাMonday , 28 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দিনাজপুরে ২১ দিনব্যাপী অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষন শুরু

admin
April 28, 2025 5:08 pm
Link Copied!

 

দিনাজপুর প্রতিনিধি 
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় দিনাজপুরে ২১ দিনব্যাপী অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষন শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন স্কুল ও ক্লাবের ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। যার মধ্যে ২৫ জন ছেলে এবং ১৫ জন মেয়ে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গোর এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম।
উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, একজন ভালো খেলোয়ার বা একজন ভালো শিক্ষার্থী হতে হলে চাই অধ্যাবসায়। তাই বলে লেখাপড়া নষ্ট করে শুধু খেলাধুলায় মন দিলে চলবে না। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে।
জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু ও দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন সোনালী অতিত ফুটবল ক্লাবের শামীম আহমেদ, ইকবাল হোসেন, হাসিনুর, নূর আলম হক খোকন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মো. হযরত আলী অনিক।
আয়োজকরা জানান, ২১ দিনব্যাপী প্রশিক্ষন চলবে প্রতিদিন সকাল ও বিকাল দুই বেলা। প্রশিক্ষন প্রদান করবেন সাবেক ফুটবল খেলোয়াড় এএফসির সি প্রশিক্ষনপ্রাপ্ত কোচ মো. সোহেল রানা এবং নুর ইসলাম বেলাল। প্রশিক্ষন শেষে ৬ জনকে বাছাই করে রংপুর বিভাগে পাঠানো হবে। এভাবে রংপুর বিভাগের জেলা থেকে মোট ১৬ জনকে বাছাই করা হবে। যার ঢাকায় অনুষ্ঠেয় ডেভেলপমেন্ট কাপ খেলবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।