প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৮:৩৬ এ.এম
টাঙ্গাইলে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭ টায় উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, চালভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী আলুভর্তি আরেকটি ট্রাক হাতিয়া নামক স্থানে পৌঁছালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে চালভর্তি ট্রাকচালক মারা যায়। আহত হয় আরও দুইজন। পরে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে। এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত চালভর্তি ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুইজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025