ঢাকাThursday , 20 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় ছাত্রনেতার বিরুদ্ধে অপপ্রচার,ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

admin
March 20, 2025 12:30 pm
Link Copied!

প্রতিনিধি পঞ্চগড় : 

পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নে ছাত্রনেতা মমিনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিরুদ্ধে শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলামের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে শালবাহান ইউনিয়ন পরিষদের সামনে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ঝাড়– হাতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের বিনা ভোটে নির্বাচিত ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে আশরাফুল ইসলাম। সে একজন কুখ্যাত সন্ত্রাসী। কয়েক দিন আগে টিসিবির পণ্য নিয়ে ছাত্রনেতা মমিনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশে টিসিবি পণ্য নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল করিয়েছেন তিনি। যা সত্য নয়। মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর উদ্দেশে পরিষদের সিসিটিভি ফুটেজ বিভিন্নজনকে দিয়ে ছাত্রনেতা মমিনকে দোষারোপ করা হয়েছে। অথচ মমিন সেখানে ছিলো না।

আর টিসিবির সেসব পণ্য ছিল তা অবশিষ্ট পণ্য। যা গরীব মানুষরা যাতে পায় সে ব্যবস্থা করা হয়েছে। অথচ পরিষদের সিসিটিভির ভিডিও ছড়িয়ে বিএনপির নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর চেয়ারম্যান আশরাফুল। আমরা তার পদত্যাগ দাবি করছি। 

ছাত্র নেতা মমিন বলেন, গত দুইদিন আগে কয়েকটি গণমাধ্যমে আওয়ামীলীগের দোসর আশরাফুল চেয়ারম্যান  আমার এবং আমার দলের  ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে এবং  তার স্বার্থ হাসিলের আমার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমার দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বারবার বলে যাচ্ছেন বিএনপির নেতাকর্মী মিডিয়া ট্রাইলের  শিকার হচ্ছে। সে আরো বলেন এলাকাবাসীসহ ১৭ জন টিসিবির ক্রেতাসহ সবাই একসাথে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যায়।

সেই জায়গায় আমার নাম ব্যবহার করে এ ক্রয়কৃত টিসিবির পণ্য আমার নামে কেন হাইলাইট করা হলো। আমরা এই চেয়ারম্যানের পদত্যাগ চাই। 

মমিন আরও বলেন, আপনারা জানেন বিগত সময়ে এ চেয়ারম্যান একুয়া ব্রিডার্সের চাদাবাজির মামলায় সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। মামলাটি এখনো চলমান। এছাড়া সে এলাকায় ঘাড় কাটা আশরাফুল ইসলাম হিসেবে পরিচিত। এ ধরণের লোক পরিষদের চেয়ারম্যান থাকলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। তাই আজ আমরা মানববন্ধনের মাধ্যমে তার পদত্যাগের দাবি করছি। 

এছাড়াও অনেক ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী মানববন্ধনে বক্তব্য রেখে চেয়ারম্যান আশরাফুলের পদত্যাগ দাবি করেছেন।

এ বিষয়ে শালবাহান ইউপি চেয়ারম্যান বলেন, আমার বিরুদ্ধে কেন আজকে মানববন্ধন করেছে তা সেদিন টিসিবির পণ্য বিতরণের ভিডিও ভাইরালের মাধ্যমে মানুষ জেনেছে। বিষয়টি আরও খোলাসা করে জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।