প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৬:০২ পি.এম
তেঁতুলিয়ায় বাংলাদেশ জাসদের ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোঃ মিজানুর রহমান মিন্টু,
জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায়া বাংলাদেশ জাসদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (২৮) মার্চ উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান দ্বিঃ মুখী উচ্চ বিদ্যালয়ে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদের তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাসদের সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র রায়, সঞ্চলনায় ছিলেন তেঁতুলিয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শাহ আলম বাবুল।
এসময় নাজমুল হক প্রধান বলেন, আমরা চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন। এসময় প্রধান উপদেষ্টাকে উদ্যেশ্য করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার গুম, খুন, হত্যা, অর্থ পাচার বিচার শুরু করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন৷
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025