মোঃ মিজানুর রহমান মিন্টু, (পঞ্চগড়) প্রতিনিধি:-তারুণ্য উৎসবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা পেলেন চার শতাধিক রোগী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হলে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিনামূল্যে চোখের সেবা নিতে ছুটে আসেন রোগীরা। দীর্ঘ লাইন ধরে চোখের পরীক্ষা করান রোগীরা। কেউ চোখে কম দেখেন, কারো চোখে ছানি এমন সব রোগীরা ছুটে আসেন চক্ষু শিবিরে।
প্রোগ্রাম অফিসার হামিদুর রহমান জানান, তারুণ্য উৎসব ঘিরে তেঁতুলিয়া উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে চক্ষু শিবির আয়োজন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪শ রোগী নাম রেজিস্ট্রেশন করে চিকিৎসা সেবা নেন। চক্ষু শিবিরে চিকিৎসা সেবা দেন গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতালের মেডিকেল অফিসার ডা.বিনুচরণ রায় (বিনয়)।
তিনি আরও বলেন, চিকিৎসা সেবা নিতে আসা গুরুতর রোগীদের দিনাজপুরে মূল হাসপাতালে বিনামূল্যে আবাসিক চিকিৎসা দেয়া হবে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব পরিবহনে রোগীদের নিয়ে যাওয়া হবে ও পৌছে দেয়া হবে। চক্ষুশিবিরে চিকিৎসা ও আর্থিক সহায়তা দিচ্ছে গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতাল ও আন্ধেরী হিলফি বন নামের জার্মান ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ আল আমিন, গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতালের মেডিকেল অফিসার ডা.বিনুচরণ রায় (বিনয়), প্রোগ্রাম অফিসার হামিদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার নাবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হযরত আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক