ঢাকাFriday , 2 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়া ধর্ষণের চেষ্টা অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

admin
May 2, 2025 1:45 pm
Link Copied!

 

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় প্রতিনিধিঃ

তেঁতুলিয়ায় ধর্ষনের চেষ্টা অভিযোগে মাদ্রাসা শিক্ষককে হাতেনাতে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দরগাসিং এলাকায়।
পারিবারিক সূত্রে জানাযায়, ফকিরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আরবি শিক্ষক ও শালবাহান ইউনিয়নের মহিগছ গ্রামের বাসিন্দা ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেতা কারী মো. ইনছান আলী (৫৫) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আত্মীয়তার পরিচয়ে তিরনইহাট ইউনিয়নের আতাব উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়িতে অন্য কোন লোকজন না থাকায় ফাঁকা বাড়িতে একমাত্র পুত্রবধু মোছাঃ রিক্তা বেগমকে একা পেয়ে শশুরের শয়নকক্ষে
ধর্ষণ করার চেষ্টা করে। গৃহবধুর
চিৎকারে তার শশুর আতাব উদ্দিন সহ আশে-পাশের লোকজন এগিয়ে আসে ঘটনাস্থলে আপত্তিকর অবস্থায় আটক করে লম্পট ইনছান আলীকে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে উৎসুক জনতা লম্পটকে এক নজর দেখতে ভীর করে।
স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হলে রাতে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লম্পট ইনছান আলী ও ভিকটিমকে থানা হেফাজতে নিয়ে যায়। তার বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে ধর্ষনের চেষ্টা অভিযোগে মামলা দায়ের করেন।
শুক্রবার দুপুরে আসামীকে জেলহাজতে প্রেরন করে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ বলেন কারী ইনছান আলী প্রায়ই আত্মীয়তার পরিচয় এই বাসায় যাতায়াত করতো, তিনি একজন শিক্ষক হওয়ায় কেউ তাকে সন্দেহের চোখে দেখেননি। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সকলেই এই শিক্ষক কারী ইনছান আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শিক্ষক ইনছান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ভিকটিম আমার আত্মীয় হয় সেই সুবাদে প্রায়ই যাতায়াত ছিল। তার সাথে শারীরিক সম্পর্কে কথাও স্বীকার করেন তিনি।
এব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া বলেন, ধর্ষনের চেষ্টা অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।