ঢাকাSunday , 27 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪নারীসহ আটক-১০

admin
April 27, 2025 4:44 pm
Link Copied!

 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪নারী এবং ৬পুরুষসহ ১০জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে দিনাজপুর শহরের লিলিমোড় (পাহাড়পুর) এলাকায় মৃত নুরুল হুদার বাড়ি থেকে অসামাজিক ও অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকাবস্থায় তাদেরকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।
আটকরা হলেন, দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার মৃত নরুল হুদা ছেলে আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), ঈদগা আবাসিক এলাকার মৃত শামসুর রহমানের ছেলে গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বোধ পালিগা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ পারভেজ আলম রাজু (২১), দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নরপুর গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে বিষ্ণু রায় (২৬), দিনাজপুর সদর উপজেলার পুলহাট মাঝিপারা এলাকার ফজলুর রহমানের ছেলে শামিম হোসেন (৪৫), কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩৫), সদর উপজেলার মাধবপুর মেডিকেল মোড় এলাকার গোলাম মোঃ মমতাজুল রহমান রাজের স্ত্রী জবা চৌধুরী সারা (১৮), লালমনিরহাটের মিশন মোড় এলাকার রিয়াজুল ইসলামের মেয়ে মোছাঃ রিমি বেগম (২৩), একই এলাকার মৃত তৈয়ব আলীর মেয়ে মোছাঃ মনি আক্তার (১৮) ও লালমনিরহাটের খানাপারা রেলওয়ে কলোনির মৃত কুকির মেয়ে মোছাঃ নিলিমা ইসলাম (১৯)।
এ ঘটনায় শনিবার দুপুরে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ মতিউর রহমান প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল, ৭ টি স্মার্ট ফোন এবং ২টি বাটন ফোন ও সাথে নগদ ১ লাখ ১২ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়েছে।
এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হওয়ার পর শনিবার আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

প্রেরক-মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর প্রতিনিধি, মোবাইল-০১৭১৬৪৪৬৩৩৮, তারিখ-২৬/০৪/২০২৫ইং।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।