প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১১:১৫ এ.এম
দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রদল

দিনাজপুর প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রদল।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমনান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীসহ তাদের অভিভাবকদের স্বার্থে হেল্প ডেস্ক খুলে প্রয়োজনীয় কলম, পেন্সিল, স্কেল, রাবার ও পানি সরবরাহের ব্যবস্থা করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার দিনাজপুর জিলা স্কুলে ও গার্লস স্কুলে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কেন্দ্রেহেল্প ডেস্ক ও আগত পরীক্ষার্থী তাদের অভিভাবকদের মাঝেকলম, পেন্সিল, স্কেল, রাবার ও পানি বিতরণ কর্মসূচির
উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা।
এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হাবিব জনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিফাত চৌধুরী, দিনাজপুর সরকারি কলেজ ছাত্রনেতা মোঃ আহমাদুল্লাহ আল আমান সুজন, মোঃ আব্দুল মান্নান,মোঃ নিদারুল ইসলাম নিশাদ, সিয়াম, পৌর ছাত্রদল নেতা আসিফ আহসান নূর, রওনক ফারহান লাব্বিল, লহিদ, কেবিএম কলেজ ছাত্রদল নেতা মোঃ রাকিব আলী, পৌর ছাত্রদলের নেতা ওয়াসি আরমান শামসসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা জানান, আমরা এই কর্মসূচি এবারের এসএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত পালন করবো।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025