প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৬:৪৫ এ.এম
দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বর্ণাঢ্য বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা, ঘুড়ি উৎসব, পান্তাভাত, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন এর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
সোমবার পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর একাডেমী স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেনারেল হাসপাতাল মোড়, পৌরসভার মোড় পৌর হয়ে গোর এ শহীদ বড়মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় রঙবেরঙের পোষ্টার ও ব্যানার হাতে নিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে গোর এ শহীদ বড়মাঠে আলোনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকারম হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু আবু বকর সিদ্দিক, পৌরসভার প্রশাসক সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইমতিয়াজ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত দিনে আমাদের মাঝে যেসব খারাপ দিক ছিল সেগুলোকে ভুলে যাবো। আমরা নতুনকে ধারন করে সামনে এগিয়ে যাবো। আমরা সবাই দেশের কল্যাণ কাজ করব নববর্ষে এই হোক আমাদের প্রত্যাশা।
আলোচনা সভা শেষে বাংলা নববর্ষ উপলক্ষে বড়মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও ঘুড়ি উড়ানো উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এদিকে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯ টায় জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপি কার্যালয় থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আলহাজ্ব মোঃ বকর সিদ্দিক, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সিনিয়র সহ-সভাপতি মােঃ আক্তারুজ্জামান জুয়েল, বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকারসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতওয়ালি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, কৃষক দল, তাঁতি দলসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025