ঢাকাWednesday , 30 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে লাইসেন্স হারিয়ে বন্ধের পথে ৩১৬ চালকল, শংকায় কয়েক হাজার শ্রমিক

admin
April 30, 2025 5:14 pm
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

গত আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি না করায় দিনাজপুরের ৩১৬টি সিদ্ধ ও আতপ চালকলের লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। এদিকে চালকল বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে মালিকপক্ষ। হুমকির মুখে পড়বে কয়েক হাজার শ্রমিকের জীবন-জীবিকা এবং কাজ হারিয়ে বেকার আশংকায় কয়েক হাজার শ্রমিক।
জানা গেছে, গত আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি করেনি লাইসেন্স বাতিলকৃত চালকল মালিকরা। এ কারণে তারা কোনো চাল সরবরাহ করেনি সরকারি খাদ্য গুদামে। চলতি বছর এ নিয়ে কঠোর ব্যবস্থা নেয় খাদ্য বিভাগ। সম্প্রতি জেলার ২৯৬টি সিদ্ধ ও ২০টি আতপ চালকলের লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। লাইসেন্স বাতিলের পর চাল উৎপাদন করতে পারবে না কোন চালকল।
চালকল মালিকরা বলছেন, ধানের ঊর্ধ্বমুখী দামের ফলে লোকসান দিয়ে চাল সরবরাহ করা সম্ভব হয়নি। তবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য সরকারের কাছ থেকে আরেকবার সুযোগ চান মিল মালিকরা। মিলগুলোতে অনেক শ্রমিক কাজ করে। মিল না চললে তাদের বেতন দেয়া সম্ভব হবে না। এতে বেকার হয়ে পড়বে অনেক শ্রমিক।
দিনাজপুর চালকল মালিক গ্রুপের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন বলেন, মিলগুলি বন্ধ করে দেওয়া হলে মিল মালিকের পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্থ হবেন। বেশিরভাগ মিল মালিকই ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। মিল বন্ধ থাকলে বিপদে পড়বেন তারা। শ্রমিকরাও কর্মহীন হয়ে পড়বেন।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী জানান, লাইসেন্স বাতিলের পরও যদি কেউ ধান-চাল মজুত করে ও উৎপাদন কার্যক্রমে নিয়োজিত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে চালকল মালিক গ্রুপের পক্ষে বিষয়টি বিবেচনা করতে স্বারকলিপি দিয়েছেন। সেটি উর্দ্ধতন কতর্ৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।