প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:০৯ এ.এম
দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধরণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেল মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধরণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫) শহরের চেহেলগাজী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম।
জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল হক'র সঞ্চালনায় সাধারণ বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী শ্রম দপ্তরের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম।
সাধারণ সভায় মটর শ্রমিক ইউনিয়নের নির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিবিধ ও সাংগঠনিক আলোচনা শেষে শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয় ও শ্রমিক ইউনিয়নের আগামী ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ও স্থান নির্ধারণ করা হয়।
সভায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য এ্যাডভোকেট আশফাক আহমেদকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন আলহাজ্ব সোলায়মান মোল্লা, গোলাম নবী দুলাল, শাকিল আহমেদ ও মােঃ শহিদুল ইসলাম।
এছাড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে মোঃ বেলাল হোসেন আহ্বায়ক ও মোঃ শওকত আলী তোতাকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সদস্য মোঃ আফজাল ড্রাইভার, মোঃ স্বাধীন, মোঃ খোকন ড্রাইভার, উদয় চন্দ্র চক্রবর্তী, মোঃ আসাদুজ্জামান বিপ্লব, মজিবর রহমান মজিব, মোঃ মামুন, মোঃ হালিম বাবু ও মােঃ আব্দুল খালেক ড্রাইভার।
এর আগে সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংগঠনের মৃত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় ও দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সব শেষে অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম ত্রি-বার্ষিক সাধরণ সভা ২০২৫ এর সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025