প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৬:২৮ পি.এম
দিনাজপুর টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মাসুদ রানার বিরুদ্ধে তিন কোটি টাকা দূর্নীতির অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক:-আজ দিনাজপুর টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা ধরনের দূর্নীতি খতিয়ে দেখতে দিনাজপুর দুদকের সহকারী পরিচালক জনাব ইসমাইল হোসেন এর নেতৃত্বে বিশেষ টিম অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি সরে জমিনে তদন্ত করতে অত্র প্রতিষ্ঠানে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিভিন্ন সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি বলেন "" প্রাথমিক ভাবে তদন্তে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নানা ধরনের দূর্নীতির সত্যতা পাওয়া গিয়েছে ""।
পরিদর্শন চলাকালীন সময়ে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মাসুদ রানা অনুপস্থিত ছিলেন। এবিষয়ে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের মতামত জানতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025