প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১:০৪ পি.এম
দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফা লিফলেট বিতরণ পূর্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) বিকেল সাড়ে ৪টায় চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। তারা আর কোন দিন দাড়াতে পারবে না।
তিনি আরো বলেন, তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছিলেন। তারেক রহমানের স্বপ্ন রেইনবো ন্যাশন। অর্থাৎ একটি ছাতার মধ্যে একটি জাতি থাকবে। জাতি, ধর্ম ও বর্ণ সবাই থাকবে। তারেক রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এই ৩১ দফা বাস্তবায়নে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অগ্রণি ভূমিকা পালন করার আহবান জানান এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু'র সঞ্চালনায়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাঃ রীনা ইয়াসমীন, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মোঃ আরিফুর রহমান, দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, করিমুল্যাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আবু আনোয়ার সাদাত সাগর, ওয়ার্ড বিএনপির নেতা মোঃ সাদেকুল ইসলাম, মোঃ বিপ্লব বাবু, জাইফুর রহমান, সারোয়ার জামান, আউলিয়াপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলজার হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা আফজাল হোসেন প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে মনোনয়ন দেওয়া দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025