দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদের তাৎক্ষণিক ভাবে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটক করে রাখে বিক্ষুদ্ধ গ্রামবাসী।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ধর্মজৈন সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করার সময় এ ঘটনার ঘটে।
ধর্মপুর ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম জানান, ধর্মজৈন সীমান্তের ধান কাটা এবং মাড়াইয়ের কাজ করছিল ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম এবং এনামুল ইসলামের ছেলে মাসুদ রানা। এ সময় ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদেরকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানাজানি হলে বিক্ষুদ্ধ গ্রামবাসী বাংলাদেশের সীমানের ভিতর থেকে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামে দুই ভারতীয় নাগরিককে ধরে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে। পরে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।
ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার রেজাউল করিম বলেন, ধর্মজৈন সীমান্তে ধান কাটাতে যাওয়া দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে গেছে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বাংলাদেশি নাগরিকরা ক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য দুইবার চিঠি দিয়েছি। বিএসফের পক্ষ থেকে সাড়া পেলেই পতাকা বৈঠক শুরু করা হবে।
এদিকে আটক দুই বাংলাদেশীদের মুক্তির ফেরত পাবার অপেক্ষায় রয়েছে তাদের স্বজনরা। ঘটনার পর থেকে এলাকা উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক