ঢাকাThursday , 20 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের চর দৌলতপুরে মতুয়া মহাউৎসব অনুষ্ঠিত

admin
March 20, 2025 7:53 am
Link Copied!

মোঃ রাসেল হুসাইন নড়াইল। 

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর দৌলতপুর গ্রামে বার্ষিক  মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বীর মুক্তিযোদ্ধা কবি  রবীন্দ্রনাথ বিশ্বাসের আয়োজনে নিজ বাসভবনে এ মতুয়া মহাউৎসব অনুষ্ঠিত হয়। 

 পরিমল বিশ্বাসের সভাপতিত্বে ও মতুয়া হৃদয় মহন্তের পরিচালনায় বার্ষিক এ মতুয়া মহাউৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া অসিম কুমার পাল সভাপতি মতুয়া মিশন নড়াইল জেলা শাখা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত দেব মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক  মতুয়া মিশন নড়াইল জেলা শাখা।শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন  মতুয়া অধীর ভদ্র।এছাড়াও উপস্থিত ছিলেন মতুয়া মুকুল পাগল,মতুয়া পংকজ মন্ডল,মতুয়া বিধান বিশ্বাস,মতুয়া রাম পাল, মতুয়া মনিকান্ত বিশ্বাস, মতুয়া আকাশ বিশ্বাস সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের শত শত মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা।

প্রধান অতিথি অসীম কুমার পাল তার বক্তৃতাকালে বলেন,হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।