প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৫৯ এ.এম
নড়াইলের বলাডাঙ্গা ও মতিনগরে মতুয়া মহাউৎসব অনুষ্ঠিত

মোঃ রাসেল হুসাইন, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বলাডাঙ্গা ও মতিনগরে দিন ব্যাপি মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মতিনগর ও বলাডাঙ্গা এই দুই গ্রামবাসীর আয়োজনে মতুয়া সতিস বিশ্বাসের বাড়িতে এবং বলাডাঙ্গা হরি গুরুচাঁদ মন্দির চত্বরে
দিনব্যাপী এ মতুয়া মহাউৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া অসিম কুমার পাল সভাপতি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত দেব মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখা।
শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শুভ উদ্বোধক
মতুয়া অশোক কুন্ডু উপদেষ্টা মতুয়া মিশন নড়াইল জেলা শাখা।এছাড়াও উপস্থিত ছিলেন মতুয়া মুকুল পাগল, মতুয়া মিলন বিশ্বাস,মতুয়া রামপাল,মতুয়া পরিমল বকশি, মতুয়া সুজিত রায়,মতুয়া ভক্ত দাস, মতুয়া লিটন বিশ্বাস, মতুয়া হৃদয় মহন্ত, মতুয়া গৌড় শীল,মতুয়া সুকান্ত বিশ্বাস, মতুয়া হিরামন বিশ্বাস, মতুয়া পংকজ বিশ্বাস, মতুয়া দেবদাস বিশ্বাস, মতুয়া বিবেক হাজরা,মতুয়া তারক সূত্রধর,মতুয়া নিরঞ্জন বিশ্বাস, মতুয়া কমলেশ বিশ্বাস, মতুয়া নিত্য বিশ্বাস সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের শত শত মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।
প্রধান অতিথি অসীম কুমার পাল তার বক্তৃতাকালে বলেন,হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025