প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ১০:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৫:৩১ পি.এম
নান্দাইলে ইফতার মাহফিলে’ বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেলে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকেলে বিএনপির দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। তবে আমাদের কাছে আসেননি। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025