প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ১২:২৬ পি.এম
নড়াইলে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

মোঃ রাসেল হুসাইন, নড়াইল
‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি¯œানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টায় বর্ষবরণ উদযাপন পর্ষদের আয়োজনে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত¡রে প্রভাতী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের নানা কর্মসূচির শুভসূচনা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শহিদ লতিফ, সিভিল সার্জন ডা: মো: আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ^াস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এমএম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল,এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিশ^জিৎ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট মো: নুরুল আবছার, জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য সুলতান মাহমুদ, জেষ্ঠ্য প্রভাষক শামীমূল ইসলাম টুলু প্রমূখ।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত¡র থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্ত¡রে গিয়ে শেষ হয়।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এদিনটিতে শোভাযাত্রা বের করা হয়।জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালীসহ গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা ও জারিগানের আয়োজন করা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025