মোঃ মিজানুর রহমান মিন্টু
পঞ্চগড় জেলা প্রতিনিধি
৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গুম হওয়া অসহায় পরিবারে পাশে দাঁড়ালেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের গুম হওয়া আল আমিন এর স্ত্রী মোছাঃ সুমি আক্তার কে কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন উপহার দেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
এর আগে মহিলা অধিদপ্তর থেকে শেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালা শেষ করে আজ এই মেশিন উপহার পেলেন মোছাঃ সুমি আক্তার।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক মোঃ ফজলে রাব্বী, মোঃ মোকাদেসুর রহমান সান, মোঃ মাসুদ রানা,
গন অধিকার পরিষদের পঞ্চগড় জেলা আহ্বায়ক মোঃ মাহফুজার রহমান।
গুমের শিকার আল আমিন ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন আল আমিন। এর পড় আর বাড়িতে ফিরেন আসে নাই আল আমিন।
তাঁর পড় গত ১০ নভেম্বর নিখোঁজ রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলামসহ ১৯ জনের নামে একটি মামলা করেন। নূরুল ইসলাম এ মামলায় হুকুমের আসামি। মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নিখোঁজ আল আমিন পঞ্চগড় পৌরসভার দরজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন রিকশাচালক। তাঁর চার বছর বয়সী একটি মেয়ে আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।