স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর ৩৫টি গ্রামে ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় বদরপুর দরবার শরীফে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। ঠিক এমনই চিত্র দেখা যায় প্রতি বছর। বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখা গেলেই, সেই অনুযায়ী তারা একদিন আগেই ঈদ উদযাপন করেন। ঈদের আনন্দে মেতে উঠে ছেন আগেভাগেই। পরিবার-পরিজন নিয়ে ঈদের নামাজ আদায়, কোলাকুলি আর মিষ্টি 'মুখের মধ্য দিয়ে তারা পালন করছেন পবিত্র ঈদুল ফিতর।
আজকের ঈদের প্রধান জামাতে ইমামতি করেন পটুয়াখালীর বদরপুর দরবার শরীফের শাহ সাইয়েদ আরিফ বিল্লাহ রব্বানী।
জেলার ৩৫ গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিন দেবপুর।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক