প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৫:০৫ পি.এম
পাইকগাছায় চোরাই মোটরসাইকেলসহ আন্ত চোর সিন্ডিকেটের দুই সদস্য আটক

মোঃ সফিয়ান রহমান, পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্ত মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্য উপজেলার কাটিপাড়া গ্রামের মৃত শাহামত গাজীর ছেলে আব্বাস ওরফে রনি (৩৩) ও সাতক্ষীরার আশাশুণির বড়দল বাইসতলার মৃত আহম্মদ সানার ছেলে আনারুল সানা (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহষ্পতিবার (৩ এপ্রিল) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান জানান, বুধবার (২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটিপাড়া বাজারস্থ উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে দুটি চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদেরকে তাড়িয়ে ধরা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কাছে থাকা চোরাই মোটরসাইকেল দু’টি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটর সাইকেল দুটি খুলনা শহর থেকে চুরি করে এনেছে বলে দাবি করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্ত: মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরির সাথে জড়িত। এর আগেও তারা আরেকটি মোটর সাইকেল চুরি করে বিক্রি করেছে। পরে এই দুটি চোরাই মোটর সাইকেল বিক্রির সময় তাদেরকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025